Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

কি সেবা কিভাবে পাবেন

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের VISION

‘‘গ্রামোন্নয়নের মাধ্যমে আতম নির্ভরশীল দারিদ্র মুক্ত ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ’’

 

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের MISSION

→ মানব সম্পদকে যুগপোযোগী করে গড়ে তোলার লক্ষ্যে সাংগঠনিক অবকাঠামো- টেকসই উন্নয়নের স্বার্থে  

    নিজস্ব পূজিঁগঠন ও সমবেত উদ্যোগের মাধ্যমে গ্রামীণ সংগঠন/ প্রতিষ্ঠান ভিত্তিক কর্ম প্রয়াস।

→ স্থানীয় সম্পদ সৃষ্টির লক্ষে নিজস্ব পূঁজি আহরনের ব্যবস্থা করন (শেয়ার ও সঞ্চয়)

→ সহজ শর্তে পুজিঁ যোগানের লক্ষ্যে তদারকি ঋণ প্রদান।

→ কৃষি উন্নয়ন ও পল্লী অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির অভিপ্রায়ে কৃষি পন্য উপকরন ও সেচ সরবরাহের সমন্বিত প্রচেস্টার বলয় সৃষ্টি।

→ স্ব- ব্যবস্থাপনা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় নেতৃত্ব সৃষ্টি।

এক নজরে সিরাজদিখান উপজেলায়, বিআরডিবি’র কার্যক্রম-

 

→ সমবায় সমিতি/দল গঠন সংখ্যা                                      : ২৪৪ টি

→সদস্য/ সদস্যা অন্তভুক্তি সংখ্যা ৩২৭১ জন ।

→নিজস্ব পূজিগঠন                                             : ৩৩.২১ লক্ষ্য টাকা।

→ঋণ বিতরন                                                   : ৮৬৫.৫৩ লক্ষ টাকা।

→ ঋণ আদায়ের হার                                            : ৯১%

 

→  বিআরডিবি সাভার উপজেলায় কর্মরত কর্মকর্তা/ কর্মারীদের প্রধান দায়িতবঃ

                (ক) সমবায়ের মাধ্যমে কৃষকদের সংগঠিত করে সমবায় সমিতি  গঠন করা ।

          (খ) সমাজের অধিকার/ সুবিধা বঞ্চিত জনগোষ্টিকে নিয়ে অনানুষ্ঠানিক দল গঠন করা ।

          (গ) ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে পূঁজি গঠনে  সহায়তা করা ।

            (ঘ) উপকারভোগী সদস্য/ সদস্যাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন আয়বর্ধক কর্মকান্ডে প্রশিক্ষন প্রাদান করা ।

             (ঙ) নারীর ক্ষমতায়ন, পরিকল্পিত পরিবার গঠন, বয়স্ক শিক্ষা কার্যক্রম পরিচালনায় ভুমিকা রাখা।

(চ) আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ (Micro Credit) সহায়তার মাধ্যমে সমাজের অবহেলীত ও অধিকার বঞ্চিত জনগোষ্টিকে স্বাবলম্বী করার ক্ষেএে ভূমিকা রাখা ।